BLAZE
বিদেশ হতে ফরেন রেমিট্যান্স দেশের বেনিফিশিয়ারীর হিসাবে ২৪/৭ ভিত্তিতে ০৫(পাঁচ) সেকেন্ডের মধ্যে জমা হওয়ার একটি ডিজিটাল সেবা। সোনালী ব্যাংক পিএলসি, Homepay LLC এবং Information Technology Consultants Limited(ITCL) এর যৌথ উদ্যোগে গ্রাহকের হিসাবে এ সেবার মাধ্যমে রেমিট্যান্স জমা হবে।
অর্থ জমা হওয়ার পদ্ধতিঃপ্রাথমিক পর্যায়ে অ্যাপ/ওয়েব ভিত্তিক ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার প্রতিষ্ঠান যেমন Skrill, Tranglo (Malaysia), Taptap Send ইত্যাদির ব্যবহারকারীগণ (প্রবাসীগণ) সেদেশে তাঁর Wallet Account বা অ্যাপে লগইন করে বেনিফিসিয়ারির (বাংলাদেশ) ব্যাংক হিসাব সংশ্লিষ্ট তথ্য পূরণ করে Send বাটনে Click করার সাথে সাথে সংশ্লিষ্ট বেনিফিসিয়ারির রেমিট্যান্সের তথ্যাদি Homepay এর মাধ্যমে সোনালী ব্যাংকে চলে আসবে। বেনিফিসিয়ারি সোনালী ব্যাংকের গ্রাহক হলে ২% প্রণোদনাসহ ০৫ সেকেন্ডের মধ্যে রেমিটেন্স গ্রাহকের ব্যাংক হিসাবে জমা হবে। যদি বেনিফিসিয়ারি অন্য ব্যাংকের গ্রাহক হয় তবে ITCL Platform ব্যবহার করে ২% প্রণোদনাসহ ০৫ সেকেন্ডের মধ্যে টাকা বেনিফিসিয়ারির সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা হবে। রেমিটেন্স প্রেরণকারী ও বেনিফিসিয়ারি উভয়ই রেমিট্যান্সের অর্থ জমা হবার তথ্য তাৎক্ষণিক পেয়ে যাবে। এ পর্যায়ে Blaze এর মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত রেমিটেন্স আনয়ন করা যাবে।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট>করুনঃ