১) সোনালী ই-সেবাঃ
সোনালী ই-সেবা সোনালী ব্যাংকের প্রথম মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা দেশ-বিদেশ যেকোন যায়গায় বসে জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট ব্যবহার করে খুব দ্রুত সময়ের মধ্যে ব্যাংক একাউন্ট খুলতে পারেন। অ্যাপটি এন্ড্রোয়েড ও আই ও এস এই দুই ভার্সনে পাওয়া যাচ্ছে। সোনালী ই-সেবা অ্যাপটির মাধ্যমে ব্যাংক একাউন্ট খোলা ছাড়াও নতুন নতুন ফিচার যুক্ত করার কাজ চলমান রয়েছে। এই অ্যাপটি ব্যবহার করে গ্রাহকেরা নিম্নোক্ত সুবিধা গুলো পাচ্ছেনঃ
- সেভিং একাউন্ট ওপেন
- প্রবাসী একাউন্ট অপেন
- স্টুডেন্ট একাউন্ট ওপেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিধ ফি
- বুকেটেক্স বিবিধ ফি
- একাদশ শ্রেনির ভর্তি ফি
- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিবিধ ফি
- এইচ এস সি-র বিবিধ ফি
- বুয়েটের বিবিধ ফি
- ঢাকা কলেজ সহ ৭ কলেজের বিবিধ ফি
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিবিধ ফি
- ইনকাম ট্যাক্স
- ভ্যাট ফি
- কমলাপুর আই সি ডি ফি
- পুলিশ ক্লিয়ারেন্স
- ট্রাভেল ট্যাক্স
- বন্ড পেমেন্ট
- কাস্টমস ডিউটি
- বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশন এর বিল পরিশোধ
- ডিপিডিসি বিল পরিশোধ
- বিটিসিএল এর বিল পরিশোধ
- প্রবাসি কল্যান ব্যাংকের কিস্তি পরিশোধ
- ডেসকো বিল পরিশোধ
- ওয়াসা বিল পরিশোধ
- সোর্স ট্যাক্স সার্টিফিকেট এর জন্য রিকুয়েস্ট
- কাস্টোমার সার্ভিস ফরম
সোনালী ই-সেবা অ্যাপ দিয়ে ইতোমধ্যে ১ লাখ ৯০ হাজারের বেশী একাউন্ট খোলা হয়েছে।