সোনালী পেমেন্ট গেটওয়ে
সোনালী পেমেন্ট গেটওয়ে হলো সোনালী ব্যাংক দ্বারা পরিচালিত নিজস্ব পেমেন্ট গেটওয়ে যার মাধ্যমে বিভিন্ন সরকারি/বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের বিবিধ ফি নিরাপদে ও দ্রুত সময়ের মধ্যে জমা দেওয়া যায়। সোনালী পেমেন্ট গেটওয়ে যেকোন ধরনের কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ইত্যাদি পেমেন্ট পদ্ধতিকে সাপোর্ট করে। এটি সাধারনত বিভিন্ন অনলাইন পেমেন্ট প্রক্রিয়াকে সহজ করে এবং পেমেন্ট গ্রহণের জন্য একটি নির্ভরযোগ্য প্লাটফরম প্রদান করে।
যেসব মাধ্যম দিয়ে পেমেন্ট করা যায়ঃ
- কার্ড- যেকোন ব্যাংকের যেকোন কার্ড দিয়ে পেমেন্ট করা যায়।
- একাউন্ট- সোনালী ব্যাংকের একাউন্ট।
- ওয়ালেট- সোনালী ই-ওয়ালেট, ওকে ওয়ালেট, ইসলামিক ওয়ালেট, সেলফিন, মেঘনা পে, টেলিক্যাশ।
- এম এফ এস- বিকাশ, নগদ, রকেট, উপায়, ট্যাপ।
- মোবাইল ব্যাংকিং- উপায়, সেলফিন, ট্যাপ, মেঘনা পে, টেলি ক্যাশ।
- ইন্টারনেট ব্যাংকিং- এম টি বি, সাউথ ইস্ট ব্যাংক, মেঘনা ব্যাংক, সিট টাচ।
সোনালী পেমেন্ট গেটওয়ে (এস পি জি) এর মাধ্যমে নিন্মোক্ত সেবা সমূহ পাওয়া যাচ্ছেঃ
- স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফি জমা প্রদান।
- সরকারি/বেসরকারি/স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের ফি কালেকশন।
- ইউটিলিটি বিল প্রদান।
- বাস, ট্রেন, লঞ্চ, বিমানের টিকিট ক্রয়।
কেন সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করবেনঃ
- Real Time পেমেন্ট।
- সহজ ও দ্রুত পেমেন্ট।
- বিশ্বের যেকোন জায়গা থেকে ২৪/৭ পেমেন্ট করা যায়।
- Multifactor নিরাপত্তা বলয় বিশিষ্ট সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থা।
- দ্রুত সময়ের মধ্যে সাপোর্টের নিশ্চয়তা।
সোনালী পেমেন্ট গেটওয়ে সম্পর্কিত যেকোন তথ্য এবং চুক্তির জন্য যোগাযোগ করুনঃ
চুক্তি সংক্রান্ত যোগাযোগ
- সোনালী ব্যাংকের নিকটস্থ যেকোন শাখা।
- গভঃ একাউন্ট ও সার্ভিসেস ডিভিশন, সোনালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, ঢাকা।
- ই-মেইলঃ [email protected] মোবাইলঃ ০১৭১৩-২০৬৮৬৪
- কল সেন্টার- ১৬৬৩৯, +৮৮০৯৬১০-০১৬৬৩৯
Technical Integration সংক্রান্ত যোগাযোগ
- আইটি ডিভিশন (বিজনেস আইটি), সোনালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, ঢাকা।
- ই-মেইলঃ [email protected]
- মোবাইলঃ ০১৩২৪-৪১৭০২৪