Last updated As on 15-06-2023
Mobile Apps List of Sonali Bank PLC
Sonali eSheba
১) সোনালী ই-সেবাঃ সোনালী ই-সেবা সোনালী ব্যাংকের প্রথম মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা দেশ-বিদেশ যেকোন যায়গায় বসে জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট ব্যবহার করে খুব দ্রুত সময়ের মধ্যে ব্যাংক একাউন্ট খুলতে পারেন। অ্যাপটি এন্ড্রোয়েড ও আই ও এস এই দুই ভার্সনে পাওয়া যাচ্ছে। সোনালী ই-সেবা অ্যাপটির মাধ্যমে ব্যাংক একাউন্ট খোলা ছাড়াও নতুন নতুন ফিচার যুক্ত করার কাজ চলমান রয়েছে। এই অ্যাপটি ব্যবহার করে গ্রাহকেরা নিম্নোক্ত সুবিধা গুলো পাচ্ছেনঃ
  • সেভিং একাউন্ট ওপেন
  • প্রবাসী একাউন্ট অপেন
  • স্টুডেন্ট একাউন্ট ওপেন
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিধ ফি
  • বুকেটেক্স বিবিধ ফি
  • একাদশ শ্রেনির ভর্তি ফি
  • জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিবিধ ফি
  • এইচ এস সি-র বিবিধ ফি
  • বুয়েটের বিবিধ ফি
  • ঢাকা কলেজ সহ ৭ কলেজের বিবিধ ফি
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিবিধ ফি
  • ইনকাম ট্যাক্স
  • ভ্যাট ফি
  • কমলাপুর আই সি ডি ফি
  • পুলিশ ক্লিয়ারেন্স
  • ট্রাভেল ট্যাক্স
  • বন্ড পেমেন্ট
  • কাস্টমস ডিউটি
  • বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশন এর বিল পরিশোধ
  • ডিপিডিসি বিল পরিশোধ
  • বিটিসিএল এর বিল পরিশোধ
  • প্রবাসি কল্যান ব্যাংকের কিস্তি পরিশোধ
  • ডেসকো বিল পরিশোধ
  • ওয়াসা বিল পরিশোধ
  • সোর্স ট্যাক্স সার্টিফিকেট এর জন্য রিকুয়েস্ট
  • কাস্টোমার সার্ভিস ফরম
সোনালী ই-সেবা অ্যাপ দিয়ে ইতোমধ্যে ১ লাখ ৯০ হাজারের বেশী একাউন্ট খোলা হয়েছে।
Sonali e-Wallet
২) সোনালী ই-ওয়ালেটঃ সোনালী ই-ওয়ালেট সোনালী ব্যাংকের ডেভেলপকৃত ২য় মোবাইল অ্যাপ। এটি একটি পরিপূর্ন ডিজিটাল ব্যাংকিং সল্যুশন। এই অ্যাপ ব্যবহার করে গ্রাহকেরা ঘরে বসে ব্যাংকিং সুবিধা পাচ্ছেন। ২০২১ সালে ১৭ মার্চ এই অ্যাপটি প্লে-স্টোরে উন্মুক্ত করা হয়। এর মধ্যে দিয়ে সোনালী ব্যাংক অ্যাপ ভিত্তিক ইন্টারনেট ব্যাংকিং জগতে তার নাম লেখায়। বর্তমানে অ্যাপটি এন্ড্রোয়েড এবং আই ও এস – দুই ভার্সনে পাওয়া যাচ্ছে। দেশ অথবা বিদেশ যেকোন যায়গায়  বসে গ্রাহকেরা এই অ্যাপটি ব্যবহার করে এর সুবিধা পাচ্ছেন। বর্তমানে এই অ্যাপে নিম্নোক্ত ফিচার গুলো পাওয়া যাচ্ছে-
  • ব্যালেন্স চেক (ব্যাংক ও ওয়ালেট ব্যালেন্স)
  • সোনালী ব্যাংকের একাউন্টে/ওয়ালেটে টাকা পাঠানো
  • অন্য যেকোন ব্যাংকের একাউন্টে টাকা পাঠানো (বিইএফটিএন, এনপিএসবি)
  • কিউ আর স্ক্যান করে সোনালীব্যাংকের যেকোন শাখা হতে ক্যাশ আউট
  • ডিপিএস এর কিস্তি পরিশোধ
  • ক্রেডিট কার্ডের বিল প্রদান
  • বিটিসিএল, ডেসকো, ওয়াসা ও ডিপিডিসি বিল প্রদান
  • মোবাইল রিচার্জ
  • ব্যাংক ও ওয়ালেট স্টেটমেন্ট দেখা
  • লোনের কিস্তি পরিশোধ
  • এফ ডি আর/ডি পি এস একাউন্ট ওপেন
  • ডেবিট কার্ড সার্ভিস (কার্ড ইস্যু, কার্ড রি-ইস্যু, কার্ড একটিভ, কার্ড পিন রি-ইস্যু, গ্রিন পিন)
  • চেক বুক রিকুয়েস্ট
  • ট্যাক্স রিটার্ন আপলোড
  • পজিটিভ পে ইন্সট্রাকশন
  • শাখার লোকেশন
  • এটিএম লোকেশন
সোনালী ই-ওয়ালেট অ্যাপে ইতোমধ্যে ৭ লাখের ও বেশী একটিভ ইউজার রয়েছে। প্লে স্টোর থেকে অ্যাপটি ১০ লাখের ও বেশী বার ডাউনলোড করা হয়েছে।
Sonali Exchange
৩)  SECI রেমিট্যান্স অ্যাপঃ

২০২৩ সালের ২১ নভেম্বর তারিখে সোনালী ব্যাংক Sonali Exchange Co. Inc (SECI) মোবাইল অ্যাপ চালু করেছে। যুক্তরাষ্ট্রের New York, New Jersey, Michigan, Georgia, Maryland, Florida অংগরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা সোনালী ব্যাংকের নিজস্ব এক্সচেঞ্জ হাউজ Sonali Exchange Co. Inc (SECI) এর মোবাইল অ্যাপ এর মাধ্যমে বৈধ পথে কোন প্রকার চার্জ ব্যতীত বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণ করতে পারবেন।