২০২৩ সালের ২১ নভেম্বর তারিখে সোনালী ব্যাংক Sonali Exchange Co. Inc (SECI) মোবাইল অ্যাপ চালু করেছে। যুক্তরাষ্ট্রের New York, New Jersey, Michigan, Georgia, Maryland, Florida অংগরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা সোনালী ব্যাংকের নিজস্ব এক্সচেঞ্জ হাউজ Sonali Exchange Co. Inc (SECI) এর মোবাইল অ্যাপ এর মাধ্যমে বৈধ পথে কোন প্রকার চার্জ ব্যতীত বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণ করতে পারবেন।