অনিবাসী আমানত স্কীম
বিদেশে অবস্থানকারী বিপুল সংখ্যক প্রবাসীদের উপার্জিত আয় থেকে সঞ্চয় গড়ে তুলতে উৎসাহিত করার লক্ষ্যে ব্যাংকের প্রচলিত মুনাফা হারের চেয়ে কিছু অধিক মুনাফা দিয়ে অনিবাসী আমানত স্কীম (NRDS) চালু করা হয়েছে।
 
ক) মেয়াদকাল ৫(পাঁচ) বছর।
খ) মাসিক কিস্তির পরিমাণ বাংলাদেশী টাকায় ৫,০০০,৬০০০,৭০০০,৮০০০, ৯০০০,১০০০০, ১১০০০, ১২০০০, ১৩০০০, ১৪০০০ ও ১৫,০০০ টাকা।
গ) কিস্তি সম্পূর্ণ বৈদেশিক রেমিটেন্সের মাধ্যমে জমা হতে হবে।
ঘ) জমাকৃত টাকার উপর ৮০% ঋণ সুবিধা প্রদান করা হয়ে থাকে এবং এ ঋণ কিস্তিতে অথবা এককালীন পরিশোধ করা যায়।
ঙ)  সুদের হার আমানতের হিসাবের সুদের হারের ৩% উর্দ্ধে।
চ) নিয়মিত কিস্তি জমা হলে মেয়াদান্তে ১টি মাসিক কিস্তির সমপরিমাণ বোনাস দেয়া হয়।
ছ) বার্ষিক ১০% সরল হারে সুদ প্রদান করা হয়ে থাকে।
জ) মাসিক খেলাপীর সংখ্যা পর পর ৬(ছয়) মাসের অধিক হলে হিসাব স্বয়ক্রিয়ভাবে বন্ধ হবে। তবে গ্রাহক কিস্তি জমা না হওয়ার গ্রহণযোগ্য কারণ দেখিয়ে হিসাবটি পূনঃ চালু করার আবেদন জানালে এবং সপ্তম মাসের কিস্তির সাথে খেলাপী কিস্তিসমূহের টাকা সুদসহ জমা করলে হিসাবটি পূনঃ চালু করা যাবে।
 
অন্যান্য শর্তাবলীঃ
ক) এই স্কীমের সুদের হার এবং মেয়াদসহ এতদসংক্রান্ত যে কোন শর্ত পরিবর্তন/পরিবর্ধন/সংশোধন/সংযোজন করার অধিকার সোনালী ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।
খ) হিসাবধারীর মৃত্যুর পর নমিনী কর্তৃক হিসাবে কিস্তির অর্থ জমাদানপূর্বক হিসাব অব্যাহত রাখা যাবে না।
গ) হিসাবের কিস্তির পরিমাণ পরিবর্তন করা যাবে না।
ঘ) কোন হিসাবের বিপরীতে ঋণ প্রদান করা হলে এবং ঋণের অর্থ সম্পূর্ণভাবে পরিশোধের পূর্বে হিসাবধারী মৃত্যুবরণ করলে আমানতের স্থিতি হতে ঋণের বকেয়া সমন্বয়ের পর অবশিষ্ট অংশ মনোনীত নমিনী/নমিনীদেরকে প্রদেয় হবে।