মাসিক উপার্জন প্রকল্প
Monthly Earning Scheme (MES)
ক) হিসাবের মেয়াদকাল : ৩(তিন) বছর ও ৫(পাঁচ) বছর।
খ) এককালীন জমার পরিমাণঃ  : ৫০,০০০ টাকা বা এর গুণিতক ।
গ) সুদের হার :

ক) ৩ বছরের জন্য ৮.৫০% সরল হারে

খ) ৫ বছরের জন্য ৯.৫০% সরল হারে

ঘ) মুনাফা :

মাসিক ভিত্তিতে মুনাফা/সুদ নিম্নোক্ত হারে প্রদান করা হয়।

আমানতের পরিমাণ ৩ বছর মেয়াদে মাসিক প্রদেয় মুনাফা

 ৫ বছর মেয়াদে মাসিক প্রদেয় মুনাফা

৫০,০০০.০০ ৮.৫০% সরল মুনাফায় প্রতি মাসে ৩৫৪.০০ টাকা ৯.৫০% সরল মুনাফায় প্রতি মাসে ৩৯৬.০০ টাকা
১,০০.০০০.০০ ৮.৫০% সরল মুনাফায় প্রতি মাসে ৭০৮.০০ টাকা ৯.৫০% সরল মুনাফায় প্রতি মাসে ৭৯২.০০ টাকা
   
ঙ) শর্ত সমুহ :
  • MES প্রকল্পের মূল সার্কুলার নং-২৫ তারিখ-৩১ আগস্ট,২০০৮ এর অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
  • উক্ত মুনাফা হতে বিধি মোতাবেক উৎসে কর এবং আবগারী শুল্ক গ্রাহকের নিকট হয়ে আদায় করতে হবে।
  • ইতঃপূর্বে খোলা হিসাব সমূহের জন্য এ মুনাফার হার কার্যকর হবে না।
  • হিসাব খোলার নিয়মাবলী যথাযথভাবে অনুসরণ পূর্বক প্রতিষ্ঠানের নামেও এ হিসাব খোলা যাবে।
  •